শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভোলার ঘটনাকে কেন্দ্র করে বাউফল থানার উদ্যোগে মতবিনিময় সভা

ভোলার ঘটনাকে কেন্দ্র করে বাউফল থানার উদ্যোগে মতবিনিময় সভা

অতুল পাল: ভোলার বোরহানউদ্দীনে হযরত মোহম্মদ (স:) কে নিয়ে একটি হ্যাক করা ফেসবুকের আইডি থেকে যে অবমাননাকর পোষ্ট দেয়া হয়েছে এবং সেই পোষ্টকে কেন্দ্র করে যে অনাকাংখিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বাউফলে সার্বিক আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বাউফলের থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় থানা অডিটরিয়ামে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ভোলায় একটি হ্যাক করা ফেসবুকের আইডি থেকে ইসলাম সম্পর্কে যে পোষ্ট দেয়া হয়েছে এবং সেই পোষ্টকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বক্তরা বলেন, বাউফল একটি সৌহার্দ্য ও সম্প্রীতির উপজেলা। কোন ভাবেই বাউফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ওই ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে বলে ধর্মীয় নেতারা জানান। সভায় ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ মুরাদ, এএসপি মোস্তান বিল্লাহ ফেরদৌস এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দেকার মোস্তাফিজুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments