শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঅনলাইন ক্যাসিনোর দুই পরিচালকসহ আটক ৫

অনলাইন ক্যাসিনোর দুই পরিচালকসহ আটক ৫

বাংলাদেশ প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে মেলান্দহ বাজার এলাকায় দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৪ এর সদস্যরা।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে সংস্থাটির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

আটকরা হলেন মাহমুদুল হাসান মাসুম (৩৫), নোমান হোসেন (৩২), মশিউর রহমান (৩০), সোহান (২৩) ও ফরহাদ হোসেন (৩০)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ৫৭ টাকা, ১৩টি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান বিকাশ ও কম্পিউটার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ‘নাইন উইকেট লাইক’ নামের একটি সটওয়ারের মাধ্যমে ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা বিকাশের মাধ্যমে এমনকি প্রবাসী বাঙালিরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া খেলত। তাদের মোবাইলে ও কম্পিউটারে এ ধরনের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি-না তা জানা যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments