শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় শ্বশুরের বিরুদ্ধে জামাই'র অভিযোগ

কেন্দুয়ায় শ্বশুরের বিরুদ্ধে জামাই’র অভিযোগ

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তারই মেয়ের জামাই শাহজাহান মিয়া। সোমবার (২৮অক্টোবর) শাহজাহান মিয়া এ অভিযোগ করেছেন। ঘটনাটি উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখলা গ্রামের।

অভিযোগে জানা যায়, কীর্তনখলা গ্রামের শাহজাহান মিয়া গত বছরের (২৬জুলাই) শ্বশুরের কাছ থেকে ০৫শতাংশ ভুমি ক্রয়ের নামে
শ্বশুর আপ্তাল হোসেনকে ১লাখ ৬৫হাজার টাকা দেন।

গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এ টাকা প্রদান করা হয়।

টাকা প্রদানকালে ১মাসের মধ্যে ক্রয়কৃত ভুমি জামাইকে দলিল রেজিষ্ট্রি করে দেওয়ার ফয়সালা থাকে।

কিন্তু মাস পেরিয়ে মাস গেলেও টাকাও ফেরত দেয়নি জমিও রেজিষ্ট্রি করে দেয়নি শ্বশুর আপ্তাল হেসেন।

এ নিয়ে গত (১৮অক্টোবর) শ্বশুরের বাড়ি উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সালিশ দরবার হয়।

এতে আপ্তাল মিয়া টাকা নেওয়ার কথা এবং জমি বিক্রির কথা অস্বীকার করে।

ফলে জামাই শাহজাহান মিয়া এ ব্যাপারে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: রাশেদুজ্জামান মঙ্গলবার(২৯অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments