শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, হারিয়ে যাচ্ছে আবাদী জমি

পাঁচবিবিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, হারিয়ে যাচ্ছে আবাদী জমি

প্রদীপ অধিকারী: পাঁচবিবি উপজেলার বাগজানায় বালু দস্যুদের আগ্রাসনে শত শত একর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বাগজানা ও পার্শ্ববর্তী আটাপাড়া শাখা যমুনা নদীর তীরবর্তী কৃষকরা তাদের আবাদি জমি হারিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। ভুক্তভোগী মহলের অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে পাঁচবিবি উপজেলার বালু দস্যুরা রাজনৈতিক নেতাকর্মীদের ম্যানেজ করে প্রতিদিন (শুস্ক মৌসুমে) অবৈধ ড্রেজার বসিয়ে শত শত ট্রাক্টর বালু উত্তোলন করে অবৈধ টাকার পাহার গড়েছে। অভিযোগ আছে মূল নদীতে বালু উত্তোলনের নিয়ম নীতি থাকলেও বালু দস্যুরা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীর তীরবর্তী আবাদী জমির মালিকদের বিপুল অঙ্কের টাকার লোভ দেখিয়ে ২/১ শতক জমি বালু তোলার জন্য ক্রয়করে এর পর বালু উত্তোলনের সময় পার্শ্ববর্তী জমি, মসজিদ, বসতবাড়ী নদী গর্ভে বিলিন হওয়ার পথে। এতে করে কৃষকরা আবাদী জমি হারিয়ে ফেলছে আগামী শুস্ক মৌসুমের আগেই বালু দস্যু ও সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নদীতীরবর্তী বাগজানার দক্ষিন পাড়া হতে শুরু করে আটাপাড়া বেলী ব্রীজ পর্যন্ত শত শত বিঘা আবাদী জমি, বাড়ীঘর, মসজিদ হুমকির মুখে পড়বে। জমি হারা হয়ে পরবে শত শত কৃষক । স্থানীয়রা জেলা প্রশাসক থেকে শুরু করে সকল সংশ্লিষ্টদের নিকট নদীর বালু উত্তোলন বন্ধে এলাকা বাসীর সহি স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র স্বহস্তে বিভিন্ন দপ্তর বরাবর পেশ করেও এখন পর্যন্ত বালু উত্তোলন বন্ধ করতে পারে নি, ফলে বালু উত্তোলনের এই ধারাবাহিকতা বজায় থাকলে নকশা থেকে হারিয়ে যাবে মসজিদ,বসতবাড়ী এবং নদীর তীরবর্তী মূল্যবান আবাদী জমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী মহল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments