শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থ জরিমানা

উল্লাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থ জরিমানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার দুপুরে ফুলঝোড় নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’জনকে আড়াই লাখ টাকা অর্থ জরিমানা ও প্রায় ২১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান, রায়গঞ্জের ইউএনও শামিমুর রহমান ও উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান যৌথভাবে এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে, ফুলঝোড় নদীতে বালু ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন ধরে সরকারী ভাবে ইজারা নেওয়া এলাকার বাইরে থেকে বালু উত্তোলন করে আসছেন। এ অপরাধে জাকির হোসেনের প্রতিনিধি শাওন মিয়াকে ২ লাখ টাকা ও ইউসুফ আলীকে ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। এ ছাড়া ফুলঝোড় নদীতে নলকা ব্রীজের উত্তর পাশে ও দক্ষিণ পাশে আলোকদিয়া এলাকায় সংরক্ষন করে রাখা প্রায় ২১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments