শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারাজারহাটে বাল্য বিয়ের দায়ে বরের চাচাতো বোনকে জরিমানা

রাজারহাটে বাল্য বিয়ের দায়ে বরের চাচাতো বোনকে জরিমানা

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত দুই নারীর ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক আমবাড়ী গ্রামে।

জানা যায়,উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক আমবাড়ী গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোখলেছুর রহমানের সাথে একই ইউনিয়নের নাককাটিহাট এলাকার রফিকুল ইসলামের কন্যা নাককাটিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর ২মাস আগে বিয়ে হয়। এ বিষয়ে উপজেলা মহিলা অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে বিষয়টি যাচাই করার জন্য ৭নভেম্বর বিকালে ওই দপ্তরের ট্রেইনার রেজিয়া আক্তার ও অফিস সহকারী রফিকুল ইসলাম বরের বাড়ীতে যায়।

বিষয়টির সত্যতা পাওয়ায় বরের চাচাতো বোন রোমানা বেগম(৩৮) ও জোসনা বেগম(৩৫) বরের পিতা-মাতাকে পালিয়ে দিয়ে সরকারী কাজে বাধা প্রদান করে ও ২ অফিসারকে গালিগালাজ করে লাঞ্চিত করে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাকে উদ্ধার করে অভিযুক্ত দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। ওইদিন সন্ধ্যায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা:যোবায়ের হোসেন ভ্রাম্যামন আদালত পরিচালনা করে তাদের ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments