শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ঘূর্ণীঝড় “বুলবুল”র প্রভাবে ৩৭৫টি ভেড়ার মৃত্যু, ফসলের ক্ষতি

লক্ষ্মীপুরে ঘূর্ণীঝড় “বুলবুল”র প্রভাবে ৩৭৫টি ভেড়ার মৃত্যু, ফসলের ক্ষতি

তাবারক হোসেন আজাদ: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব পড়েছে লক্ষ্মীপুরে। গত দুই দিনের ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে লক্ষ্মীপুরের জনজীবন। পানি বন্দি হয়ে পড়ে জেলা শহরের বেশ কিছু এলাকার বাসিন্দা। সড়কের একাধিক স্থানে ঘূণীঝড়ের আঘাতে গাছপালা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এদিকে সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার চরাঞ্চলে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মেঘনার পানি ২-৩ ফুট উচ্চতায় বেড়ে নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার নি¤œাঞ্চলে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১০নভেম্বর) দুপুরে রামগতি উপজেলার বিচ্ছিন্ন চর আবদুল্লাহ ইউনিয়নের তেলির চর, চেয়ারম্যান বাজার ও কামাল বাজারে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। এসময় এ অঞ্চলে ঝড়ে অর্ধ-শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়। চর আব্দুল্লাহতে মেঘনা নদীর জোয়ারের পানিতে ডুবে ৩৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চর আব্দুল্লাহ ইউনিয়নের নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ খামারিরা দাবি করেন। ভেড়া খামারি আবুল কাশেম জানান, রামগতি উপজেলার বিচ্ছিন্ন চর আবদুল্লাহ ইউনিয়নের নতুন চর এলাকায় তারা কয়েকজন মিলে ৩৮১টি ভেড়ার খামার দিয়েছেন। রোববার দুপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনার জোয়ারের পানি চরে ঢুকে পড়ে। এসময় তাদের ৩৭৫টি ভেড়া পানিতে তলিয়ে যায়। এতে তাদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় “বুলবুল”এর প্রভাবে গত দুই দিনের ঝড় ও বৃষ্টিতে আমন ধান, শীতকালীন সবজি ও ফসলী জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাঠ পর্যায়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments