সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে মার্বেল খেলাকে কেন্দ্র করে ৬ বছরের শিশু হত্যা, খুনি গ্রেফতার

টাঙ্গাইলে মার্বেল খেলাকে কেন্দ্র করে ৬ বছরের শিশু হত্যা, খুনি গ্রেফতার

আব্দুল লতিফ তালুকদার: সামান্য মার্বেল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে খুন হওয়া শামীম নামে ৬ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১২ বছর বয়সী মো. সুজন নামের এক শিশু হত্যাকারীকে ।
নিহত শামীম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের সেনের চর গ্রামের মো. হাবিব মিয়ার ছেলে। শিশু খুনি সুজন একই গ্রামের মো. শামছুল মিয়ার ছেলে।
নিহত শামীমের বাবা হাবিব মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ীতে দিনমজুর হিসেবে কাজে যোগদান করি। সন্ধ্যায় বাড়িতে এসে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা খবরে রাত বারোটা পর্যন্ত আশপাশের গ্রামসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করি। আজ রবিবার সকাল থেকেই ছেলে হারানোর সংবাদ জানিয়ে মাইকিং করতে থাকি। বেলা দশটার দিকে খবর আাসে শামীম লাশ হয়ে ধানক্ষেতে পড়ে আছে।
শামীমের মা খাদিজা বলেন, শনিবার সকাল ৯টার দিকে সুজনের সাথে বাড়ির পাশেই মার্বেল খেলে। তারপর দোকান থেকে কিছু কিনে খাবে বলে দশটি টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলে বাড়ি না ফেরার চিন্তায় হন্য হয়ে অনেক খোঁজাখুঁজি করি। রবিবার সকাল দশটার দিকে বাড়ি থেকে অর্ধকিলো দূরে, চকের ভিতরে কুকুরের ঘেউঘেউ শব্দ শুনে ধানক্ষেতে গিয়ে দেখি শামীমের লাশ।
থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, খবরটি শুনেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এসময় নিহত শামীমের মার্বেল খেলার সাথী সুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে শামীমকে হত্যার কথার স্বীকার করে। সে মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরে গ্রামের পাশে এক সেচপাম্প ঘরে ব্লেড দিয়ে শামিমকে গলা কেটে হত্যা করার পর চকের ভিতর ধান ক্ষেতে ফেলে আসে । হত্যাকান্ডে জড়িত থাকায় খুনি শিশু সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments