রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম, ছেলে আটক

সোনারগাঁওয়ে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম, ছেলে আটক

গিয়াস কামাল: জমি লিখে না দেওয়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাকে পিটিয়ে আহত করার অভিযোগে পুলিশ রোববার সকালে আড়াইহাজার উপজেলার ছোট ফাউশা গ্রাম থেকে ছেলে ইমাম হোসাইন (৩০) আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হয়। এ ঘটনায় আহত ওই মায়ের সুপারিশে মুচলেকা দিয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের আদালত থেকে ছাড়া পায়। আটক ইমাম হোসাইন সোনারগাঁও উপজেলার জামপুর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। সে আড়াইহাজার উপজেলার ফাউসা কুটি বাড়ি জামে মসজিদের ইমাম। সোনারগাঁওয়ের তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: আহসান উল্লাহ জানান, বৃদ্ধা ফাতেমা বেগম শনিবার রাতে নিজের ছেলে ইমাম হোসাইনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুত্বর জখম করার লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইমাম হোসাইনকে আটক করা হয়। অভিযোগের বরাত দিয়ে আহসান উল্লাহ আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালত থেকে একটি সমন গত শনিবার দুপুরে ইমাম হোসাইনের কাছে পৌছায়। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ওই ইমাম। পরে স্থানীয়রা ফাতেমা বেগমকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর রাতে নিজে বাদী হয়ে ছেলে ইমাম হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফাতেমা বেগম। আটক ইমাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, অভিযুক্ত ইমামকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিচারিক প্রক্রিয়ার সময় আহত মা তার ছেলে আর এমন করবে না বলে সুপারিশ করে। পরে তার মায়ের কথা বিবেচনা করে ভবিষ্যতে এমন করবে না মুচলেকায় সে ছাড়া পায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments