শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরের ধাপ এলাকার সন্ত্রাসী লিটনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরের ধাপ এলাকার সন্ত্রাসী লিটনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের ড্রেনেজ পয়ঃনিষ্কাষণের পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে দোকানপাট নির্মাণ করার অভিযোগ লিখিতভাবে জানানোর পরপরই লিটন নামের এক সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ডাং মেরে গুরুতর আহত করেছে রংপুরের জনপ্রিয় আপডেট ডায়াগনস্টিকের জেনারেল ম্যানেজার নুরুজ্জামান মিয়াকে । এদিকে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসী রেজাউল হক লিটনকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি সহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।দুপুরে নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত আপডেট ডায়াগনস্টিকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।মানববন্ধনে ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আপডেট ডায়াগনস্টিকের ম্যানেজার মশিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. মিনহাজুল রহমান তুহিন, সিনিয়ার অ্যাসিস্টেন্ট ম্যানেজার আতিকুর রহমান আতিক, এজিএম ইঞ্জিনিয়ার মো. মুরাদ চৌধুরী প্রমুখ। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও সন্ত্রাসী লিটন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিটনকে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন চলাকালে রংপুরের আপডেট কেয়ার হসপিটাল ও আপডেট ডায়াগনস্টিকের চেয়ারম্যান ডা. মাহমুদা ইয়াসমীন শম্পা উপস্থিত হয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মারমুখি হয়ে আইন হাতে তুলে নেননি, এজন্য আপনাদের ধন্যবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সন্ত্রাসী লিটনকে গ্রেফতার করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পযন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।উল্লেখ্য, রংপুর নগরীর ধাপ বনানী এলাকার পয়ঃনিস্কাশনের একমাত্র ড্রেনটি দখল করে পরিবেশ দুষণের প্রতিবাদ জানিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানানোর ক্ষোভে স্থানীয় সন্ত্রাসী রেজাউল হক লিটনের হামলার শিকার হন রংপুরের আপডেট ডাযাগনস্টিকের জেনারেল ম্যানেজার (জিএম) মো. নুরূজ্জামান মিয়া । বুধবার সকালে নগরীর ধাপ এলকায় এ হামলার ঘটনা ঘটে। গুরত্বর আহত অবস্থায় নুরজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আপডেট ডায়াগনস্টিক ও আপডেট কেয়ার হসপিটালের পরিচালক নিয়ামুল আতিকুর রহমান।অভিযোগে জানা যায়, আপডেট কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত আলতাফুর রহমানের ছেলে রেজাউল হক লিটনের সঙ্গে স্থানীয় লোকজন ও আপডেট কেয়ার হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে ড্রেনেজ (পয়ঃনিষ্কাষণের পানি যাওয়ার রাস্তা) ব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিরোধসহ শত্রুতা চলে আসছে। এরই জেরে রেজাউল হক লিটন আপডেট কেয়ার হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এদিকে এ ঘটনায় আপডেট কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ রংপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন।ঘটনার দিন বুধবার সকালে নুরজ্জামান তার ছেলেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে রেজাউল হক লিটন লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরত্বর আহত হন নুরুজ্জামান। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রেজাউল হক লিটনকে অভিযুক্ত করে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেছেন আপডেট কর্তৃ পক্ষ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments