বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসারাদেশে বিএনপির সাড়ে ৫ শত নেতাকর্মী গুম হয়েছে: বরকত উল্লা ভুলু

সারাদেশে বিএনপির সাড়ে ৫ শত নেতাকর্মী গুম হয়েছে: বরকত উল্লা ভুলু

জয়নাল আবেদীন: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা ভুলু বলেছেন, দেশে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। সাড়া দেশে বিএনপির সাড়ে ৫ শত নেতাকর্মী গুম হয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় জেলে আছেন শত শত নেতাকর্মী। দেশে বিচার ব্যবস্থা ভেঙ্গে পরেছে। কে কখন খুন হবে, গুম হবে তা কেউ বলতে পারছে না।তিনি শনিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মেড়ের দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এক সমাবেশে এই কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন মামলা না থাকার পরও মিথ্যা রায় দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। সরকার বিচার ব্যবস্থা নিয়ন্ত্রন করছে ।২০ মাস ধরে আন্দোলন সংগ্রাম করেও বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পাছি না।দেশের মানুষ আর আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশের সাড়ে ৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক ও শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এর হিসাব জনগনকে দিতে হবে।ভুলু বলেন, বিএনপি দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে, কৃষি, শিল্প কলকারখানায় বিপ্লব ঘটিয়েছে। আওয়ামীলীগ সরকার আমলে দেশে শত শত পোষাক শিল্প প্রতিষ্টান বন্ধ হয়ে গেছে। বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে দেশের আজ এই অবস্থার সৃষ্টি হত না।বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের বিকল্প নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সকলকে এক যোগে আন্দোলন করতে হবে। সকল নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তত থাকার নির্দেশ দেন তিনি।রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহামেদসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments