শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে অবৈধভাবে ইটভাটা : আঁখি ব্রিকসকে জরিমানা

ভূঞাপুরে অবৈধভাবে ইটভাটা : আঁখি ব্রিকসকে জরিমানা

আব্দুল লতিফ তালুকদার: অবৈধ ও সরকারি অনুমোদনহীন ইট ভাটা করার দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আঁখি ব্রিকস’র মালিক মো. নুরে আলম কে ৮০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে ওই ইট ভাটার ম্যানেজারকে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পৌর শহরের শিয়ালকোল এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। তিনি বলেন, কৃষি জমির উপর অনুমোদনহীন ও অবৈধভাবে ইট ভাটা করার অপরাধে ইট ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে ইট ভাটার ম্যানেজারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরীন পারভীন। প্রসঙ্গত প্রকাশ, ২০১৭ সালে আঁখি ব্রিকস নামে ইট ভাটা করার শুরুতে কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে এলাকাবাসীর উদ্দ্যেগে মানবন্ধন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments