আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে মাটি চাপা পড়ে মো. শফি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত শ্রমিক ইট ভাটায় মাটি কাটার কাজ করার সময় এ দুঘর্টনা ঘটে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে পশ্চিম বাজার সংলগ্ন জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মোঃ সাখায়াত হোসেনের ইট ভাটায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। সরজমিনে দেখা গেছে, নওগাঁ জেলার ধুপাইকুড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র মো. শফি (২৫) প্রতিদিনের ন্যায় ইট ভাটাই মাটি কাঁটার কাজ করছিল হঠাৎ মাটির স্তুপ ধসে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। তাৎক্ষনিক সেখানকার শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই শ্রমিক শফির মৃত্যু হয়। নিহত শ্রমিক শফির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে ইট ভাটার মালিক ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি মৃত্যুর বিষয়টি শুনেছি তবে এখন ঘটনাস্থলে যেতে পারিনি। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।