বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভারতীয় হাই কমিশনারের সাথে রংপুর চেম্বার ও ব্যবসায়ীদের মত বিনিময় সভা

ভারতীয় হাই কমিশনারের সাথে রংপুর চেম্বার ও ব্যবসায়ীদের মত বিনিময় সভা

জয়নাল আবেদীন: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস‘র সাথে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য নিয়ে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ ও রংপুর অঞ্চলের ব্যসায়ীদের মত বিনিময় সভা বৃহস্পতিবার রাতে রংপুর চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা দু‘দেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমিয়ে আনাসহ অশুল্ক বাধাসমূহ দূর করা এবং পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সড়ক, আকাশ ও রেলপথের যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। ব্যবসায়িরা দু‘ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, অশুল্ক বাধা দূরীকরণ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা স্থাপন, খাদ্য পণ্যের টেস্টিং প্রক্রিয়ায় বিলম্বতা নিরসনসহ ভারতীয় কাস্টমস কার্যালয় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার বিষয়ে মতামমত ব্যক্ত করেন। বক্তারা রংপুর বিভাগের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বুড়িমারী ও বাংলাবান্ধা স্থল বন্দরকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে রূপান্তেরর দাবি জানান। মতবিনিময় সভায় ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্রমে বাড়ছে। ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যরে ভিত্তিতে ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায় আগামী চার বছরে বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। যেখানে ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে। তিনি বাংলাদেশী পণ্যের ভারতে রপ্তানি বাড়াতে বিটুবি মিটিং ও রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিরাজমান সমস্যাসমূহ নিরসনে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে মর্মে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিসিআই এর সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক ময়েন উদ্দিন ও গোলাম রব্বানী জুলফি সহ ৮জন বক্তব্য প্রদান করেন। রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments