বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাইয়াবা দিয়ে ফাসানো মামলায় টাঙ্গাইলে তিন পুলিশকে ২ দিনের রিমান্ড

ইয়াবা দিয়ে ফাসানো মামলায় টাঙ্গাইলে তিন পুলিশকে ২ দিনের রিমান্ড

আবুল কালাম আজাদ: টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এক এএসআই,দুই কনস্টেবল ও ১ সোর্সকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। বৃহস্পতিবার রাতে উপজেলার হতেয়া রাজাবাড়ির গাবিলার বাজারে ইয়াবা দিয়ে এক ব্যাক্তিকে ফাঁসাতে গিয়ে জনরোষে পড়ে মির্জাপুরের বাশতৈল পুলিশ ফঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান। এ ব্যপারে সখিপুর থানার এসআই আয়নুল হক বাদি হয়ে সাতজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে। শুক্রবার সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে জেল হাজতে পাঠানো পর জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদলত। স্থানীয়রা জানায়, এএসআই রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতেয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলই দিয়ে এক কক্ষে আটকে রাখে। খবর পেয়ে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। খবর পেয়ে সখীপুর এবং মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান,ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে তারা সেখানে গিয়েছিল। এ ব্যপারে সখিপুর থানার এসআই আয়নুল হক বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুরুবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।বাকি তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments