শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে আগাম জাতের আলু উত্তোলন করছে কৃষক

পাঁচবিবিতে আগাম জাতের আলু উত্তোলন করছে কৃষক

প্রদীপ অধিকারী: পাঁচবিবি উপজেলায় বিভিন্ন মাঠে আগাম জাতের আলু জমি থেকে তোলা শুরু করেছে আলু চাষীরা। বর্তমান বাজারে আগাম জাতের আলুর বাজার দর আলু চাষীদের অনুকূলে থাকায় সস্তির হাসি আলু চাষীদের মুখে। ৩০শে নভেম্বর সরজমিনে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন গঙ্গাপ্রসাদ মাঠে গিয়ে দেখা যায় আলু চাষীরা শিশির ভেজা সকালে আলু তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে, আলু চাষী শ্রী সম্ভু চন্দ্র জানান আমরা বর্তমানে ক্যরেজ জাতের আলু জমি থেকে তুলছি- এর বিঘা প্রতি ফলন হচ্ছে ২০/২৫মণ বাজারে দামও পাচ্ছি ১৬শ টাকা মণ, এতে লাভের মুখ দেখা যাচ্ছে এর পর ক্যরেজ ২য় দফা যে আলুটি জমি থেকে তোলা হবে এর ফলন হবে ৫০/৬০মণ দাম তখন একটু কমলেও কৃষকের কোন লোকসান গুনতে হবে না। এদিকে পাঁচবিবি উপজেলার নতুন আলুর পাশাপাশি পুরাতন আলুর বাজার মূল্য হঠাৎ আকাশ ছোঁয়া। যেখানে নতুন আলু বিক্রয় হচ্ছে ৪৫/৫০টাকা সেখানে পুরাতন আলু গুটি ৪০টাকা ও কাটিলাল ৩৫টাকা কেজিতে বিক্রয় হওয়ায় নি¤œ আয়ের আলু ক্রেতারা বিপাকে পরেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments