শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন

টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন

আবুল কালাম আজাদ: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে।কর্মসুচির মধ্যে ছিল র‌্যালি,কেক কাটা , আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রোববার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।সেখানে কেক কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার ৫০ বছর পূর্তি উৎযাপন অনুষ্ঠান উদ্বোধনকরেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ব টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গরা।সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার মহকুমা টাঙ্গাইলকে জেলায় রুপান্তর করা হয়। টাঙ্গাইল ১২টি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়েছে। বর্তমানে টাঙ্গাইল জেলার লোক সংখা প্রায় ৪০ লাখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments