শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে খালের কাঠের ব্রিজ ভেঙে আহত ১০

কক্সবাজারে খালের কাঠের ব্রিজ ভেঙে আহত ১০

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরছড়া খালের ব্রিজ ভেঙ্গে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পাগলীর বিল ছায়াখোলা নিবাসী মরহুম মীর আহমদ এর নামাজে জানাজা শেষে ফেরার পথে আগত মুসল্লিদের চলাচলে জরাজীর্ণ কাঠের ব্রিজটি আকস্মিক ভেঙ্গে শতাধিক মুসল্লিসহ খালে পড়ে যায় এতে ১০ জন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন -মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২), মোঃ ইমরান (১৭), পল্লী চিকিৎসক ডাক্তার শফিউল আলম (৪৫), মোহাম্মদ ইসলাম (৩৫), তাজবীদুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়ের (১০)।
প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও মোহাম্মদ ইসলাম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ জুবায়েরকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ ঘটনার কথা স্বীকার করে বলেন, মীর আহমদের নামাজে জানাজা শেষে ফেরার পথে মুসল্লিসহ জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে অনেক মুসল্লি আহত হয়। তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম কে ঘটনা অবহিত করেছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments