শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাভারতের সিআইআই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে রংপুরের ব্যবসায়ীদের মত বিনিময় সভা

ভারতের সিআইআই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে রংপুরের ব্যবসায়ীদের মত বিনিময় সভা

জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি (সিআইআই) উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের উদ্যোগে চর্তুদেশীয় আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ- ভারত-নেপাল, ভুটান ব্যবসায়ী প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে । শনিবার রাতে রংপুর চেম্বার মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু । মত বিনিময় সভায় উভয় দেশের ব্যবসায়ীরা নিজ নিজ দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরার পাাশাপাশি সৈয়দপুর-বাগডোহরা বিমান যোগাযোগ চালুকরন, ফরেন ইনভেস্টমেন্ট পলিসি শিথিলকরণ, জয়েন্ট ভেঞ্চার মাধ্যমে শিল্প কারখানা স্থাপনসহ বাংলাদেশের ভারতীয় ব্যবসায়ীদের আসার ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনের আহŸান জানান। এসময় সিআইআই এর উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সনজিৎ সাহা বাংলাদেশ তথা রংপুর বিভাগের ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে ২১ ডিসেম্বর ভারতের পশ্চিমঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য ৭ম উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেয়ার অনুরোধ জানিয়ে দু'দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের গতি ত্বরান্বিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ীদেরকে যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্প-কলকারখানা স্থাপনের আহŸান জানান। সভায় উপস্থিত ছিলেন সিআইআই এর উত্তরবঙ্গ জোনাল কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান ও কে টি কর্পোরেশনের পরিচালক কমল কিশোর তেওয়ারি, সিআইআই উত্তরবঙ্গ জোনাল কাউন্সিল এর সদস্য রবি আগারওয়াল,সনজয় তাবরিয়াল,অমল মন্ডল,ভিনয় কুমার গুলাতি,উত্তম কুমার সাহা,মান্না চৌধুরী,হেমন্ত আগারওয়াল ও সিআইআই এর নির্বাহী অফিসার শৈলেন্দ্র প্রধান, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments