শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাল্যবিয়ে ঠেকাতে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা

বাল্যবিয়ে ঠেকাতে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির: নেত্রকোনায় বিশাল সমাবেশ করে বাল্য বিয়েকে লালকার্ড দেখানোর পরদিনই কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে বাল্য বিয়ে বন্ধ করলেন সদরের ইউএনও মাসুদা আক্তার।

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে আনিস মিয়াকে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) দুপুরে এই জরিমানা করা হয়।
আনিস মিয়া তার নবম শ্রেনীতে পড়–য়া কন্যাকে গত বুধবার কেন্দুয়া উপজেলার নয়ন মিয়ার সাথে বিয়ে দিচ্ছিলেন।

খবর পেয়ে নেত্রকোনা সদর উপজেলার ইউএনও ছুটে যান। টের পেয়েই বর এবং কনের বাবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

এরপর বৃহস্পতিবার আবারো লুকিয়ে বিয়ে দেয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা এবং মদনপুর ইউপি চেয়ারম্যান কনের বাবাকে ধরে ইউএনওর কাছে হস্তান্তর করেন।

পরে ইউএনও মাসুদা আক্তার বাল্য বিবাহ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করে কনের বাবাকে বিয়ে থেকে বিরত থাকার হুশিয়ারি দেন।

সেই সাথে কনের বয়স হওয়ার আগ পর্যন্ত ধৈয্য ধারন করার পরামর্শও দেন।

এ ব্যাপারে সদ উপজেলার ইউএনও মাসুদা আক্তার সত্যতা নিশ্চিত করে বলেণ, যে খোনেই বাল্য বিয়ের খবর পাবেন সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর অনুরোধ করেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments