শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় মানবাধিকার রক্ষায় তারুণ্যের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা

পাবনায় মানবাধিকার রক্ষায় তারুণ্যের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা

কামাল সিদ্দিকী: মানবাধিকার রক্ষায় তারুণ্যের অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও ব্লাষ্ট পাবনা ইউনিটের আয়োজনে এবং এএলআরডি’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মো. আব্দুর রহিম খান, এড. আব্দুল মতীন মিয়া, এড. কাজী সাজ্জাদ ইকবাল লিটন, মারুফা মঞ্জুরী সৌমি, হাসিনা আক্তার রোজি, ও কামরুন নাহার জলি। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন এড. ফিরোজ, এড. আলহাজ এ আর এম জুলফিকার আলী, এড. বরকত আলী বকুল, আব্দুস সামাদ প্রমুখ। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাষ্ট পাবনা ইউনিট কার্যালয়ে বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্লাষ্টের সমন্বয়কারী এড. আলমগীর হোসেন। বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে অগ্রনী ভূমিকা পালনের পাশাপাশি তারুণ্যকে কাজে লাগানোর আহবান জানান। সভায় আইনজীবি, সাংস্কৃতিক কর্মি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments