রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে অবশেষে ১০০ শয্যার শিশু হাসপাতাল চালুর অপেক্ষায়

রংপুরে অবশেষে ১০০ শয্যার শিশু হাসপাতাল চালুর অপেক্ষায়

জয়নাল আবেদীন: রংপুর নাগরিক সমাজের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতাটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে । সপ্তাহ দুয়েক সময়ের মধ্যে এই হাসপাতালটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর সিভিল সার্জনের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে । সাড়ে ৩১ কেটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতাটি এখন শুধুই আনুষ্ঠানিকভাবে চালুর অপেক্ষায় । তবে নতুন বছরের জানুয়ারি মাসে হাসপাতালটি চালু হতে পারে বলে জানিয়েছে রংপুর সিভিল সার্জন অফিসের একটি সূত্র । জানা গেছে এই শিশু হাসপাতালটি উত্তরাঞ্চলে প্রথম শিশু হাসপাতাল। আর এটি চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ইউনিটে রোগির চাপ অনেকটা হ্রাস পাবে বলে । ছয়তলা ভিত্তির হাসপাতালটি প্রথম পর্যায়ে তিনতলা সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামের নির্মিত হয়েছে। ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা ।নির্ধারিত সময়ের সময়ের আগেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারীর প্রতিষ্ঠান । ১৭ সালের নভেম্বর মাসে অবকাঠামো নির্মাণের কাজ পায় যৌথভাবে মেসার্স এন্টারপ্রাইজ, মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর সদর হাসপাতালের প্রায় দুএকর জমির উপর শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। হাসপাতাল ভবনের তিনতলা পর্যন্ত প্রতি তলার আয়তন ২০ হাজার ৮শ৮২ দশমিক ৯৭ বর্গফুট। এছাড়া নির্মাণ করা হয়েছে তিন তলাবিশিষ্ট সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। ষষ্ঠ তলায় ডক্টরস কোয়ার্টার। নিচতলায় গাড়ি পার্কিং। দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। ছয়তলা বিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার রয়েছে। এছাড়া বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে একটি ভবন। রংপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শিশু হাসপাতালটি নির্মাণের আগে সদর হাসপাতাল চত্বরে সুইপার, হরিজন, বহিরাগত ও অপরাধীদের দৌরাত্ম ছিল । এর সাথে ছিল শুকুরের বিরান ভূমি। এদের উচ্ছেদ করতে কিছুটা বেগ পেতে হয়েছিল। এজন্য নির্মাণ কাজ কিছুটা দেরিতে শুরু হয়। রংপুরের সিভিল সার্জন ডা. হীরম্ব কুমার রায় বলেন, ভবন বুঝে পাওয়ার পরই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য লিখিতভাবে জানানো হবে। তবে আগামী বছরের জানুয়ারী থেকে শিশু হাসপাতালটি চালু হতে পারে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments