রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বাড়ী থেকে উচ্ছেদ, হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

রংপুরে বাড়ী থেকে উচ্ছেদ, হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

জয়নাল আবেদীন: নগরীর মুলাটোল এলাকার মশিউর রহমান ও তাঁর পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ, হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর নাগরিক সমাজ। বাসদ নেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রেীয় নেতা মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, মোজাফফর হোসেন চাঁদ, অধ্যাপক চিনু কবীর, সমাজকর্মী অলোক নাথ, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির সুমন, বিজ্ঞান চেতনা পরিষদের অ্যাডভোকেট রায়হান কবীর প্রমুখ। বক্তারা বলেন, নিজের ভিটে-মাটি ফিরে পেতে গত ৪ দিন ধরে রংপুর প্রেসক্লাব চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে অনশন করছে মশিউর রহমান। প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত আশ্বাস ছাড়া কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় অনাহারে শীতকে উপেক্ষা করে পরিবারটি অনশন অব্যাহত রেখেছে। মশিউর রহমানকে যেভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে তা অন্যায় ও অমানবিক। মশিউর রহমানকে যে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে তা আদালতে মামলা রয়েছে। কিন্তু মামলা নিস্পত্তি না হওয়ার আগে পেশীশক্তি আর অর্থের জোরে প্রকাশ্য দিবালোকে ওই পরিবার ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সন্ত্রাসীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানায় মামলা হলেও পুলিশ প্রশাসন আসামীদের গ্রেফতার করেনি। তারা এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments