বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলারংপুর অঞ্চলে শতকরা ৩৩ ভাগ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত

রংপুর অঞ্চলে শতকরা ৩৩ ভাগ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত

জয়নাল আবেদীন: একজন উচ্চ রক্তচাপ রোগী তার উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে না পারলে তিনি নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন । তাই আপনি আপনার উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন । বিশেষ করে যারা ঝুঁকিপূর্ পেশায় নিয়োজিত তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন।আর এদের সংখ্যাই বেশি । রংপুর হাইপার টেশন এন্ড রির্সাস সেন্টারের এক গবেষনা এবং জরীপে দেখা গেছে শুধুমাত্র রংপুর অঞ্চলে শতকরা ৩৩ভাগ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত । এদের মধ্যে শতকরা ২২জন কিডনি, ডায়বেটি হার্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত । দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন কক্ষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদের (বিপিএম) সভাপতিত্বে হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে বিশেষঞ্জ বক্তারা এসব কথা বলেন ।অনুষ্ঠানের হাইপারটেনশন এর কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন মেডিসিন বিশেষঞ্জ ও রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোঃ মাহফুজুর রহমান ও অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান এবং হাইপারটেনশন রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও আনোয়ার হোসেন । এতে বক্তারা উচ্চ রক্তচাপ থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থসম্মত জীবন যাপন ও মানসিক চাপ ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা এবং পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আরপিএমপি রংপুরের পুলিশ সদস্য সন্তানদের মধ্যে যারা পিএসসি ও জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল (জিপিএ-৫) অর্জন করেছে তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে পিএসসি পরীক্ষায় ১৩ জন, জেএসসি পরীক্ষায় ৩ জন, এসএসসি পরীক্ষায় ১২ জন এবং এইচএসসি পরীক্ষায় ১ সহ মোট ২৯ জনকে সনদপত্র, মেডেল, বই ও অর্থ পুরস্কার দেয়া হয় ।শিক্ষর্থীদের উদ্দেশ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম বলেন, “স্বপ্নের বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষর্থীদের এগিয়ে আসার আহবান জানান এবং তাদের উত্তোরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments