শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক দিনপ্যাপী কর্মশালা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ । কর্মশালায় ভাইস চ্যান্সেলর বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশের শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার মান উন্নয়নসহ বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেনতিনি। একই সঙ্গে রংপুর অঞ্চলকে সূচকের দিক থেকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। এসডিজি কর্ম প্রক্রিয়া উপস্থাপন করে এটুআই হেড অব রেজাল্ট ম্যানেজমেন্ট এন্ড ডাটা ড. রমিজ উদ্দিন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য ও উপাত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর মহানগরের পুুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অব.) এবং আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: নাজমুল হক। দিনব্যাপী চলা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী,রাজনীতিবিদ,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments