শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাঐক্যবদ্ধ না থাকলে ব্যবসায়ীদের নায্য অধিকার আদায় সম্ভব নয়: জয়পুরহাট চেম্বার সভাপতি

ঐক্যবদ্ধ না থাকলে ব্যবসায়ীদের নায্য অধিকার আদায় সম্ভব নয়: জয়পুরহাট চেম্বার সভাপতি

এস এম শফিকুল ইসলাম: জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের এক প্লাটফর্মে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে ব্যবসায়ীদের নায্য অধিকার আদায় করা সম্ভব নয়। জেলায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা চৌধূরী অটোরাইস মিল প্রাঙ্গণে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক মেয়াদে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন জয়পুরহাট চেম্বারের বিদায়ী সভাপতি ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল। সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি মন্ডল এগ্রো’র মালিক আনোয়ারুল হক আনু। তিনি বলেন,‘জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কর্মকান্ডকে ত্বরাণি¦ত করতে হলে এর সদস্য সংখ্যা বাড়াতে হবে। চালের দাম দুই টাকা বাড়লে সরকার আমাদের টুঁটি চেপে ধরে। অথচ লাখ লাখ টাকা লোকসান করে পুঁজি হারালেও আমরা ব্যবসায়ীরা কিছুই বলতে পারি না। এ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই পথ,তাহলো সকলের ঐক্যবদ্ধতা। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে আমরা সকলেই সৎভাবে উপার্জন করতে পারবো। সরকারের ব্যবসা বিরোধী যে কোন অসঙ্গতির প্রতিবাদ করতে পারবো’। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, পরিচালক ও ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধূরী টিপু,পরিচালক ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর এ্যাপ্লব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম চন্দ্র চাকী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments