শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় শীতের তীব্রতায় মৌ-খামারীরা পার করছেন সতর্ক সময়, থাকছে মৃত্যু ঝুকি

উল্লাপাড়ায় শীতের তীব্রতায় মৌ-খামারীরা পার করছেন সতর্ক সময়, থাকছে মৃত্যু ঝুকি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলমান শীতের তীব্রতায় মৌ খামার গুলোয় মধু উৎপাদন কম হওয়ার আশংকা করা হচ্ছে । মৌ-খামারীরা এখন সতর্ক সময় পার করছেন । শীতের তীব্রতায় মৌমাছির মূত্যু ঝুকি থাকছে বলে জানা যায় । উল্লাপাড়ায় এবারে সরিষা ফুলের মধু সংগ্রহে এ যাবত ৮০টি মৌ খামার বসেছে । উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা ফসল আবাদ হয়েছে এমন সব মাঠ গুলোয় এ সব খামার বসেছে । সবকটি খামার মিলে প্রায় ৮হাজার ৪শ’টি মৌ বক্স্র বসানো হয়েছে বলে কৃষি াবভাগ থেকে জানা যায় । গত কদিন হলো তীব্র শীত পড়ছে । আবহাওয়ায় দিনের বেলায় রোদ বেরুচ্ছে না । দিনে হালকা কুয়াশা থাকছে । আর ভর রাত থাকছে ঘন কুয়াশা । এমন আবহাওয়ায় খামারীরা মৌ বক্স্রগুলোয় পালিত মৌমাছি আটকে রাখছে । খামারীদের আশংকা চলমান আবহাওয়ায় মৌমাছি বক্স থেকে বের হলে মৃত্যু ঝুকি থাকছে । তাদের কথায় এমন আবহাওয়ায় মধু উৎপাদন কিছুটা কম হবে । মৌখামারী আব্দুর রশিদ জানান,এখন সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ভরা মৌসুম চলছে । চলমান আবহাওয়ার কারনে মৌমাছির বংশ বিস্তার কম ও মৃত্যু ঝুকি থাকছে । প্রায় সব খামারী সতর্ক পার করছেন । এছাড়া মধু উৎপাদন কম হওয়ার সম্ভাবনা রয়েছে । স্থানীয় কৃষি বিভাগের উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আজমল হক জানান , চলতি মৌসুমে উল্লাপাড়ায় মৌখামার গুলো থেকে ১শ’৫০ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ রয়েছে । স্থানীয় কৃষি বিভাগ থেকে মৌখামারীদের বিষয়ে সব সময় খোজ খবর নেওয়া হচ্ছে । চলমান শীতের তীব্রতা থেকে মৌমাছি রক্ষায় খামারীদেরকে মৌ বক্সগুলো সব সময় চটের বস্তায় ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments