শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: ঘুষের সোয়া ২ লাখ টাকা উদ্ধার

ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: ঘুষের সোয়া ২ লাখ টাকা উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে আকস্মিক এই অভিযান শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় পাসপোর্ট অফিসের ২০৭ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে নগদ দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। দুদকের বরিশাল আঞ্চলিক শাখার উপ-পরিচালক দেবব্রত কুমার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আকস্মিক এ অভিযানে অংশ নেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, উপসহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার ও মো. আল আমিনসহ সাত সদস্যের টিম। অভিযানের ব্যপারে দুদকের উপপরিচালক দেবব্রত কুমার মন্ডল বলেন, দুদকের হটলাইন ১০৬ নম্বরে কল করে অভিযোগ দেন হয়রানির শিকার এক সেবাগ্রহীতা। অভিযোগ পেয়েই অভিযান চালায় দুদক। অভিযানের সময় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ২০৭ নম্বর কক্ষের স্টোর রুমে রফিক নামের এক কর্মচারীর বিছানা, ব্যাগ ও ছোট আলমারি থেকে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। দুদকের টিম দেখে আগেই পালিয়ে যায় পাসপোর্ট অফিসের আউটসোর্সিং কর্মচারী রফিক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার আব্দুর রহমানের ছেলে রফিক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বলেন, আমি গত মাসে এখানে যোগদান করেছি তাই এই অফিসের কোনো কিছুই এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। অভিযান চালিয়ে অফিসের আউটসোর্সিং কর্মচারী রফিকের শয়ন কক্ষ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments