সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলাঅবশেষে বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে হেরে গেলেন বঙ্গবন্ধুর আশির্বাদ নেয়া সেই মমতাজ

অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে হেরে গেলেন বঙ্গবন্ধুর আশির্বাদ নেয়া সেই মমতাজ

মারুফা মির্জা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশির্বাদ নিয়ে মহান মুক্তিযুদ্ধে রেখেছিলেন ভুমিকা। আওয়ামীলীগের জন্য নিবেদিত হবার কারনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানা মহিলা আওয়ামীলীগের ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি দাই হিসেবে সহস্রাদিক নারীকে করেছেন অনেকটা বিনে পয়সায় ডেলিভারী। অথচ এনায়েতপুর থানার বেতিল গ্রামের মৃত হেকমত আলী শেখের স্ত্রী বৃদ্ধা মমতাজ বেগম (৬৮) অর্থাভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কাছে হেরে গেছেন। হাসপাতালে চিকিৎসা সহায়তায় অসহায় পরিবারকে দলের কোন নেতা বা স্থানীয় এমপি কেউ এগিয়ে আসেনি। খোঁজ খবরও নেয়নি। অবশেষে পরিজনের মায়া ত্যাগ করে তিনি বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়িতে মারা যান। মমতাজ বেগমের বড় ছেলে সাইদুল ইসলাম জানান, গত ১৮ ডিসেম্বর রাতে হঠাৎ ষ্ট্রোক করেন এনায়েতপুর থানা মহিলালীগের সভানেত্রী মমতাজ বেগম। সাথে-সাথে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মাথার রক্ত নালী ছিড়ে বিভিন্ন স্থানে রক্ত জমাট বেধেছে বলে চিকিৎসকরা তার পরিবারকে জানিয়ে উন্নত চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন। এজন্য লাগবে আড়াই থেকে ৩ লাখ টাকা। অসহায় পরিবারের এতো টাকা জোগাড় সম্ভব নয়। দলীয় নেতারা অনেকে জানলেও কেউ সহায়তা তো দুরের কথা খোজ-খবর নেয়নি। পরে টাকার ব্যবস্থা না হওয়ায় বুধবার সন্ধ্যায় ২৬ হাজার টাকা বিল পরিশোধ করে তাকে বাড়িতে আনা হয়। বিষয়টি জেনে ঐসময় একুশে ফোরাম ৮ হাজার টাকা সহায়তা প্রদান করে। এরপর বৃহস্পতিবার ভোর রাতে মমতাজ বেগম মারা যান। সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করে বলেন, তার মত আওয়ামীলীগের নিবেদিত প্রাণ নেত্রী এই অঞ্চলে আর হবেনা। তার অভাব পুর্ন হবার নয়। দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় চিকিৎসার বিষয়ে যখনই এসছেন তখনি সহায়তা করেছি। এদিকে বিনা চিকিৎসায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ তথা মুক্তিযুদ্ধের অনুসারীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার জানান, আওয়ামীলীগের সরকার ক্ষমতায় থাকলেও দলের নিবেদিত প্রাণরা যে অবহেলিত তারই প্রমান মমতাজ বেগম। তৃনমুলের প্রাণদের শেষ বেলায় এভাবে অবমুল্যায়ন দুঃখজনক। উল্লেখ্য, এর আগে হাসপাতালে অর্থাভাবে যথাযথ চিকিৎসা না পাওয়া মমতাজ বেগমকে নিয়ে বিভিন্ন গনমাধ্যামে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments