শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১২টি ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১২টি ড্রেজার ধ্বংস

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ১২টি বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন। জানা যায়, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। এসময় বালু উত্তোলনের অভিযোগে নদীতে থাকা ১২ টি অবৈধ বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দেন। নদী খনন প্রকল্প প্রসঙ্গে শাহরিয়ার রহমান বলেন, প্রকেল্পর একটি কাগজ আমরা হাতে পেয়েছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কোন কার্যক্রম শুরু হয় নাই। আজকে লৌহজং নদীতে অভিযান চালিয়েছি। যতগুলো অবৈধ ড্রেজার পেয়েছি আমরা ধ্বংস করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, লৌহজং নদী খনন প্রকল্পে নাম করে স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা দীর্ঘদিন যাবত এলেঙ্গায় এ নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments