শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাগাজীপুরে মাদরাসার শিক্ষকের কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

গাজীপুরে মাদরাসার শিক্ষকের কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

সদরুল আইন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলের লাশ আরেক শিক্ষকের ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের এডিশনাল এসপি পঙ্কজ দত্ত উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ‘মরাশ জামিয়াতুল মাদ্রাসা ও এতিমখানা’ থেকে বুধবার রাতে চার বছর বয়সী মো. আদিলের লাশ উদ্ধার করেন।

আদিল ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলাসিয়া এলাকায়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে কালীগঞ্জ ওসি এ কে এম মিজানুল হক জানান।

এরা হলেন, মাদ্রাসার শিক্ষক মো. জোনায়েদ আহমেদ (৩০) ও মাদ্রাসা মসজিদের মোয়াজ্জিন খায়রল ইসলাম (২৫)।

আদিলের বাবা জোবায়ের গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে মোয়াজ্জিন খায়রুল ইসলামের মোবাইল ফোন হারিয়ে যায়। এ নিয়ে মাদ্রাসার আরেক শিক্ষক জোনায়েদ আহমেদকে সন্দেহ করছিলেন খায়রুল।

“পরে খায়রুল আমার কাছে জোনায়েদের বিরুদ্ধে নালিশ করলে আমি জোনায়েদকে ডেকে শাসন করে দিই।”

জোবায়ের বলেন, বুধবার বিকালে তার ছেলে মাদ্রাসার পাশে মাঠে খেলতে গিয়ে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন।

মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন স্থানে খুঁজে আদিলকে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়েও এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়।

“এ সময় জোনায়েদ ও খায়রুলের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে জোনায়েদ হত্যার কথা স্বীকার করে।”

পরে জোনায়েদের ঘরের ওয়ারড্রব থেকে আদিলের লাশ পাওয়া যায় এবং পুলিশ ডেকে দুজনকে হস্তান্তর করা হয় বলে প্রধান শিক্ষক জোবায়ের জানান।

এ ব্যাপারো গাজীপুরের পুলিশ সুপার জানান “শিশুটির গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। জোনায়েদকে ‘লাঞ্ছিত’ করার প্রতিশোধ নিতে সে আদিলকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments