বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাআক্কেলপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

আক্কেলপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

আতিউর রাব্বী তিয়াস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ১০ হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন জেলা আ’লীগের অর্থবিষয়ক সম্পাদক ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব। আজ শুক্রবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সামনে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবীর এপ্লবের নিজস্ব অর্থায়নে ১০ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম, রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফরিদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ। শীতবস্ত্র নিতে আসা পৌরসভার সরদারপাড়া গ্রামের বিধবা বৃদ্ধা সায়েদা বেওয়া ̣বলেন, শীতে জীবন যায় যায় অবস্থা, শীতবস্ত্র (কম্বল) পাইছি বাবা, আজ রাতে ভালো ঘুম হবে। রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব বলেন, জয়পুরহাটে এবার স্মরণকালের শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাঁপছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমার সাধ্যমত শীত বস্ত্র দেয়ার চেষ্টা করেছি। কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুশি। যার যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহবানও জানান তিনি। উল্লেখ্য যে, তিনি পর্যায় ক্রমে উপজেলায় আগামী ৪ জানুয়ারী সকাল ৯টায় তিলকপুর বাজারে, ৫জানুয়ারী সকাল ৯টায় গোপিনাথপুর বাজারে, ৬জানুয়ারী সকাল ৯টায় রায়কালী উচ্চ বিদ্যালয় মাঠে ও ৮ জানুয়ারী সকাল ৯টায় সোনামুখী ইউনিয়নের গণিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করবেন। ছবি আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments