শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

কামাল সিদ্দিকী: পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এর সভাপতিতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় জানানো হয় আগামী ১১ জানুয়ারী জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৮৪ হাজার ৪৩৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ১৮৪৪ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে মোট ৩ হাজার ৯৮৮ জন মাঠকর্মী এ কাজে নিয়োজিত থাকবেন। সিভিল সার্জন জানান, অন্ধত্ব প্রতিরোধ এবং ভিটামিন এ এর অভাব জনিত নানা রোগ প্রতিরোধে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরী। এ ক্যাপসুল সম্পুর্ন পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। আগামী ১১ জানুয়ারি শিশুদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভিটামিন এ প্লাস খাওয়ানোর অনুরোধ জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন কেএম আবু জাফর ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট রবিউল আলম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments