শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মৌখামারী গুলোর মধু যাচ্ছে মোকাম বাজারে

উল্লাপাড়ায় মৌখামারী গুলোর মধু যাচ্ছে মোকাম বাজারে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৌখামীরা এখন মাঠ বদল করছেন। তারা নতুন মাঠে মৌখামার বাসাচ্ছেন। এবারের শীত মৌখামার গুলোয় মধু উৎপাদনে বেশ বাধা হয়ে দেখা দেয়। খামার গুলোয় কাংখিত মধু মেলেনি। খামারীরা মধু উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণে জোরে সোরে মাঠে নেমেছেন। এদিকে উৎপাদিত বিভিন্ন মোকাম বাজারে বিক্রি করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন মাঠে এবারের সরিষা ফসল থেকে মধু সংগ্রহে ১শ ২০টি মৌখামার বসেছে বলে কৃষিঅফিস থেকে জানা যায়। উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, মোহনপুর, বড়পাঙ্গাসী, পূর্ণিমাগাঁতী, দূর্গানগর, কয়ড়া, রামকৃষ্ণপুর, সলংগা’র ইউনিয়ন এলাকায় বেশি সংখ্যক মৌখামার বসেছে। এ ইউনিয়ন গুলোয় আবাদী মাঠে বেশি পরিমান জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আজমল হক জানান, খামার গুলো থেকে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন রয়েছে ১শ ৫০ মেট্টিক টন। সেখানে গত ৭ জানুয়ারী পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় ৭০ মেট্টিক টন। এখন অনেক মাঠেই আগাম করে আবাদ করা সরিষা ফসলের ফুল ঝড়ে সিম এসেছে। সরিষার ফুল নেই এমন মাঠ ছেড়ে খামার গুলো অন্য মাঠে স্থানান্তর করা হচ্ছে। সামিয়া মৌখামারের মোঃ আরিফুল ইসলাম জানান, এবারে শীতের মাত্রা বেশি। এছাড়া টানা বেশ কয়দিন আবহাওয়ায় দিন-রাত কুয়াশার ভাব থাকায় মধু কম হয়েছে। খামার গুলোয় দু’সপ্তাহে মধু মারাই করা যায়নি। উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সুবর্না ইয়াসমিন সুমি বলেন, তার বিভাগ থেকে মৌখামার গুলোর বিষয়ে সার্বিক খোজ খবর এবং বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এবারে আবহাওয়ায় বিরুপ ভাব থাকলেও তিনি আশাবাদী লক্ষ্যমাত্রা পূরণ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments