শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

কামাল সিদ্দিকী: পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে উত্তরণ সাহিত্য আসর ও বেলা ১১টায় পাবনা শহরের সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে কালেরকন্ঠ পত্রিকার পাঠক ফোরাম শুভ সংঘ। ঘন্টাব্যাপী দু’টি মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা-ঢালারচর রেললাইন নির্মাণ করে বর্তমান সরকার। ২০১৮ সালের ১৫ জুলাই পাবনার ঈশ্বরদী উপজেলার মাজগ্রাম হয়ে পাবনা স্টেশন পর্যন্ত রেললাইন নির্মাণ ও পাবনা এক্সপ্রেস নামের একটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকস্মিক ভাবে দু’দিন আগে ট্রেনটির নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস করা হয়। অবিলম্বে ট্রেনের নামটি পাবনা এক্সপ্রেস নামে পুনর্বহাল করার দাবি জানান বক্তারা। আগামী সাতদিনের মধ্যে নাম পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন সমাবেশ দুটিতে বক্তব্য রাখেন, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবির হৃদয়, কালেরকন্ঠের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সহ- সভাপতি কামাল সিদ্দিকী, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, শুভ সংঘষের সভাপতি শিশির আহমেদ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments