শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এনায়েতপুরে শত মেধাবী ছাত্রীকে সংবর্ধনার প্রস্তুতি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এনায়েতপুরে শত মেধাবী ছাত্রীকে সংবর্ধনার প্রস্তুতি

মারুফা মির্জা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের নারী জাগরণে অন্যতম মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ফ্রিতে ভর্তি কার্যক্রম চলছে। এতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোন রকম ভর্তি ও সেশন ফি ছাড়াই ভর্তি হতে পারছে। এজন্য প্রত্যেকের কাছ থেকে এ খাতে হাজার টাকা নিচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ। এদিকে জাতির জনকের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে ১শ জন অসহায় মেবাধী ছাত্রীকে বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে স্কুলটি। মানবতায় অলাভজনক চিকিৎসা ও শিক্ষা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজ হিতৈষী কর্মবীর ডাঃ এম এম আমজাদ হোসেনের উদ্যোগে ১৯৫২ সালে ১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত মেহের-উন- নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীতে মোট ৯শ এর মত ছাত্রী অধ্যায়নরত। ৫ ম বারের মত এ বছরও মেধা তালিকায় দুই থানার মধ্যে শীর্ষে অবস্থান করছে বিদ্যালয়টি। মুক্তিযুদ্ধের চেতনা অবলম্বনকারী এই প্রতিষ্ঠানটি জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। শুরুতেই কোন রকম ফ্রি ছাড়াই ছাত্রী ভর্তি করছে। গত ২৫ ডিসেম্বর হতে এ কার্যক্রমে ৬ষ্ঠ শ্রেনীতে ১৫০ জন, ৭ম এ ৩৫, ৮ম-এ ৭ জন এবং ৯ম শ্রেনীতে ৭০ জন ছাত্রীকে কোন রকম ভর্তি ও সেশন ফি ছাড়াই ভর্তি করা হয়েছে। এ কার্যক্রম এই মাস জুড়েই চলবে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল জানান, যার জন্ম না হলে দেশ স্বাধীন হয়ে উন্নত হতোনা। আমরা শিক্ষিত হয়ে অন্যকে শিক্ষিত করতে পারতাম না, তিনিই তো আমাদের বঙ্গবন্ধু। তাই তার জন্ম শত বার্ষিকীতে জাতির সাথে আমরাও উচ্চাসিত। তাকে উৎস্বর্গ করেই এই উদ্যোগ গ্রহন করেছে আমাদের কর্তৃপক্ষ। তিনি আরো জানান, জাতির পিতা ও ৭১ এর মহান শহীদদের স্মরণে দীর্ঘ দিন ধরে স্কুলের অসহায় মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। এবারো বর্ণাঢ্য আয়োজনে আগামী মার্চে শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন অনুষ্ঠান পালনের পাশাপাশি ১০০ জন অসহায় মেধাবী ছাত্রীকে বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করা হবে। এদিকে স্কুলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। তিনি জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। স্কুল কর্তৃপক্ষকে এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। নতুন প্রজন্মকে উৎসাহিত করেই আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নযাত্রা সফল হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments