শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অগভীর নলকুপ চালাতে লাইসেন্স, আবেদন পত্র জমায় কৃষকের ভিড়

উল্লাপাড়ায় অগভীর নলকুপ চালাতে লাইসেন্স, আবেদন পত্র জমায় কৃষকের ভিড়

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষিতে সেচ কাজে ব্যবহৃত অগভীর নলকুপে মালিকদেরকে লাইসেন্স করতে হচ্ছে। কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা (সেচ নীতিমালা) বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় উপজেলা সেচ কমিটি থেকে এ বিধিমালা বাস্তবায়নে লাইসেন্স দেয়া হচ্ছে। এ লাইসেন্ম পেতে অগভীর নলকুপ মালিকেরা বিধি মোতাবেক আবেদন করছেন। প্রতিদিন আবেদন পত্র জমা হচ্ছে। এ আবেদন পত্র জমায় কৃষক ভীড় জমছে। ইউএনও অফিস সূত্রে, গত বছরের ডিসেম্বর থেকে অগভীর নলকুপের মালিকদের কাছ থেকে স্থানীয় উপজেলা সেচ কমিটি বরাবরে আবেদন করার আহবান জানানো হয়। এ সেচ কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিএডিসি’র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী সদস্য সচিব। প্রতিটি আবেদন ফি ২শ টাকা আজ ১৫ জানুয়ারী পর্যন্ত মোট ১ হাজার ২শ ১টি আবেদন পত্র জমা হয়েছে। জানা গেছে, উল্লাপাড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচে ১শ ১৪টি গভীর নলকুপ এবং বিদ্যুৎ ও ডিজেল চালিত মিলে প্রায় সাড়ে ৪ হাজার অগভীর নলকুপ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, অনেক মাঠেই একেবারে পাশাপাশিতে অগভীর নলকুপ স্থাপন করা আছে। এ কমিটির সদস্য সচিব বিএডিসি’র উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মোঃ আসফুজজ্জামান জানান, বিগত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত অগভীর নলকুপের লাইসেন্স পেতে ৩শ ৮০টি আবেদন পত্র জমা হয়। এর পর মাচ থেকে নভেম্বর পর্যন্ত আবেদন পত্র নেয়া বন্ধ থাকে। এসব আবেদনপত্র মাঠ পর্যায়ে তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে উপজেলা সেচ কমিটিতে অগভীর নলকুপের লাইসেন্স দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সে মোতাবেক সেচ কমিটি থেকে আবেদনকারীদের লাইসেন্স দেয়া হচ্ছে। প্রতিটি লাইসেন্স ফি ১ হাজার টাকা। আর সপ্তাহ দু’য়েক পর থেকেই ইরি- বোরো ধান আবাদ শুরু হবে। বছরের প্রধান আবাদ ইরি-বোরো ধান জমিতে পানি সেচে গভীর ও অগভীর নলকুপ গুলো চালু হবে। তিনি আরো জানান, নতুন প্রতিটি আবেদন বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। এতে দীর্ঘদিন সময় লাগবে। এবারের ইরি ধান আবাদ মৌসুমে কৃষকেরা লাইসেন্স ছাড়াই সেচ মেশিন চালাতে পারবে। উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা (সেচ নীতিমালা) বাস্তবায়নে লাইসেন্স করার বিষয়ে জোড়ালো গুরুত্ব দেয়া হয়েছে। আগের আবেদন পত্র গুলো তদন্তের মাধ্যমে লাইসেন্স দেয়া হচ্ছে। নতুন আবেদন গুলো তদন্ত করে দেখে লাইসেন্স দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments