শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ৪৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

লক্ষ্মীপুরে ৪৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে ৪৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় চীনা বাদাম, শীতকালিন মুগ ও গ্রীষ্মকালিন মুগ ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। সদর উপজেলার পৌরসভাসহ ২২ ইউনিয়নের ৪৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। উপস্থিত ছিলেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জগবন্ধু দাসসহ আরো অনেকে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম জানান, জনপ্রতি কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী চিনাবাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, শীতকালিন মুগ বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং গ্রীষ্মকালিন মুগ বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেয়া হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments