শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাদ্বিতীয় বহুমুখী যমুনা-পদ্মা সেতু বাস্তবয়নের দাবীতে সাঁথিয়ায় বিশাল মানববন্ধন

দ্বিতীয় বহুমুখী যমুনা-পদ্মা সেতু বাস্তবয়নের দাবীতে সাঁথিয়ায় বিশাল মানববন্ধন

আব্দুদ দাইন: বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ওয়াই টাইট ২য় বহুমুখী যমুনা-পদ্মা সেতু(কাজীরহাট-আরিচা-দৌলতদিয়া) বাস্তবায়নের দাবীতে পাবনার সাঁথিয়ায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ঘন্টা বিশাল মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। ঢাকা- পাবনা  বিশ্বরোডে মানববন্ধনটি আতাইকুলা থেকে কাশীনাথপুর পর্যন্ত ২০কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। মুল মানববন্ধন ছিল ঈশ্বরদী থেকে কাজীরহাট পর্র্যন্ত ৮৫কিলোমিটার। কর্মসুচি চলাকালে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাঁথিয়া ফাউন্ডেশনের সম্পাদক ডাক্তার মনসুরুল ইসলাম. ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, ইউপি চেয়ারম্যান মীর মনজুর এলাহী, মনসুর আলম পিনচু, মিরাজুল ইসলাম, আলহাজ¦ আবু ইউনুস, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, অধ্যাপক আশরাফুল আলম মজনু, শিক্ষক নেতা ইকবাল হেসেন,শফিকুল ইসলাম রিপন, আলতাফ হোসেন প্রমুখ। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী,পেশাজীবীসহ সর্বস্তরের জনগন স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন। পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে বক্তারা বলেন, এই সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্ন। তিনি ১৯৭০ সালে পাবনায় এক নির্বাচনী সভায় আরিচা-নগরবাড়ি ঘাট সেতু নির্মানের ঘোষণা দিয়েছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments