বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স

উল্লাপাড়ায় ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগামীকাল বুধবার ড্রাইভিং লাইসেন্স দেওয়া কার্যক্রম চলবে। মুজিববর্ষ উপলক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স (লার্নার) দেওয়া হবে বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্ধসঢ়;বাবধানে গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজিকরণের জন্য উপজেলা প্রশাসন থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এ ধরনের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে মোটরসাইকেল সহ সবধরনের যানবাহনের চালকদের লাইসেন্স পাওয়ার সহজ সুযোগ ও সুবিধা হবে। এ ব্যবস্থায় চালকদেরকে উপজেলা পর্যায়ে মোবাইল ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) এর মুখোমুখি হতে হবে। উপজেলা প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে আগ্রহীদেরকে নিজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এর বক্তব্যে, এবারই প্রথম যানবাহন চালকদেরকে অতি সহজ প্রক্রিয়ায় নিজ উপজেলা থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় প্রথম এ কার্যক্রমের শুরু হচ্ছে। সকাল ১০ টায় থেকে সারাদিন এ কার্যক্রম চলবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments