শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশিক্ষার পরিবেশ ফিরে আসায় দেশ উন্নয়নের মহাসড়কে হাটছে: হুইপ ইকবালুর রহিম

শিক্ষার পরিবেশ ফিরে আসায় দেশ উন্নয়নের মহাসড়কে হাটছে: হুইপ ইকবালুর রহিম

অমর চাঁদ গুপ্ত অপু: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার ক্ষেত্রে কোন অনিয়ম করলে ছাড় দেয়া হবে না উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষায় ছেলেমেয়েরা ভাল করছে। এজন্য শিক্ষকদের ভালোভাবে পাঠদান করতে হবে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। শিক্ষা নিয়ে করেছিল ব্যবসা-বানিজ্যসহ লুটপাট। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, পড়ালেখা তথ্য প্রযুক্তি মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণসহ সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করায় শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। গতকাল শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর আদর্শ মাহবিদ্যালয় ও কেবিএম কলেজের পরিচালনা পর্ষদের সভা শুরুর পূর্বে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আকতার শিউলী, কেবিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল হুদা জুয়েল, উপাধ্যক্ষ সরদার খুদরত ই ক্ষুদা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, শিক্ষক প্রতিনিধি অমিত চৌধুরী প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments