সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাএবার বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

এবার বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আবুল কালাম আজাদ : এক দিনের ব্যবধানে টাঙ্গাইলে বাসের চাপায় ফের আরমান রায়হান (২৩)নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।বুধবার সকালে টাঙ্গাইল শহরের কলেজ গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান রায়হান নরসিংদী জেলার মনোহরদীর নারান্দি গ্রামের মুত মজিবুর রহমানের ছেলে।তিনি টাঙ্গাইল পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷ টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানান,সকালে আরমান রায়হান মোটারসাইকেল যোগে ডিউটিতে যাচ্ছিলেন।কলেজ গেইট সংলগ্ন এলাকায় এলে করটিয়ার সরকারি সা’দত বিশ^বিদ্যালয়ের একটি বাস তাকে চাপা দেয়।স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় বাস এবং চালককে আটক করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক চাপায় পুলিশের অপর এক সদস্য নিহত হন। তিনি টাঙ্গাইল সদর ট্রাফিকের কনস্টেবল হিসেবে দ্বায়িত্বরত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments