শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে দেশের প্রথম ও একমাত্র সমবায় হাসপাতাল 'গুড হেলথ'র যাত্রা শুরু

রংপুরে দেশের প্রথম ও একমাত্র সমবায় হাসপাতাল ‘গুড হেলথ’র যাত্রা শুরু

জয়নাল আবেদীন: মান, নৈতিকতা এবং সাশ্রয় নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বিভাগীয় নগরি রংপুরে দেশের প্রথম ও একমাত্র সমবায় হাসপাতাল “গুড হেলথ” নতুন আঙ্গিকে বুধবার থেকে যাত্রা শুরু করেছে । প্রস্তাবিত ১৫০শয্যা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সজ্জিত এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন দেশ বরেণ্য খ্যাতিমান চিকিৎসক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা: রশীদ ই মাহবুব । কান্ডারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহীন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিচালক ডা: আমিন আহমেদ খান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: একেএম নুরুন্নবী লাইজু, সাধারন সম্পাদক মো: আবু সায়েম সহ বেশ কজন চিকিৎসক । উল্লেখ্য কান্ডারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গঠন করে ১৯৯৮ সালে গুড হেলথ ক্লিনিক সেবা কার্যক্রম শুরু করে । এই সময়ে অত্যন্ত সাশ্রয়ি সেবা কার্যক্রমের পাশাপাশি এখানে বৃহত্তর রংপুর অঞ্চলের প্রায় ৬শ ঠোঁট কাটা এবং তালু কাটা রোগীকে বিনা পয়সায় অপারেশন করা হয় । তারা এখন সমাজে অন্য দশ জন মানুষের মত সুন্দরভাবে কথাবার্তা বলতে পারছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments