শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে মজুরীর দাবিতে শ্রমিকদের অবস্থান

সুন্দরগঞ্জে মজুরীর দাবিতে শ্রমিকদের অবস্থান

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের উপকারভোগীরা মজুরীর দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। বুধবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, সর্বানন্দ ও বেলকা ইউনিয়নের উপকারভোগীরা এ অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় অনতিবিলম্বে মজুরী পাবার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- শ্রমিক সরদার আলেয়া বেগম, সাইদুল ইসলাম, ফিরোজা বেগম, রবিয়াল হোসেন, রাশেদুল ইসলাম, জাকির হোসেন, ভোলা মিয়া, আফসার আলী, ছবিয়াল হোসেন, এন্তাজ আলী, ওয়াহেদ আলী, রাহেলা বেগম, শাহ আলী, শহিদুল ইসলাম, আঃ ওয়াহেদ প্রমূখ। এ সময় তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৫ হাজার ৬’শ ৩১ জন উপকারভোগীকে তাদের প্রাপ্য অংশের টাকা না দিলে আগামী রবিবার (৯ ফেব্রুয়ারী) বৃহত্তর কর্মসূচী পালন করা হবে। এসব উপকারভোগীদের ৪০ দিনের কাজের প্রাপ্য মজুরী ৪ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকা। ২০১৯ সালের ৩০ নভেম্ভর অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের কার্যক্রম শুরু হলে চলতি বছরের ২২ জানুয়ারী তাদের কর্ম মেয়াদ পূর্তি হয়। কিন্তু তাদের প্রাপ্য মজুরী বুঝে না পাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, বিধি সম্মতভাবে তিনি উপকারভোগীদের বিল প্রস্তুত করে জমা দেয়ার পরও তাঁরা আজও কেন তাঁদের প্রাপ্য অংশের টাকা (মজুরী) পাইনি। সে বিষয় রহস্যজনক বলে মন্তব্য করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments