শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে বিপ্লব হত্যা : মাদকের টাকা না দেয়ায় কুপিয়ে ও গলা কেটে...

টাঙ্গাইলে বিপ্লব হত্যা : মাদকের টাকা না দেয়ায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সাগর

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর বিপ্লব মিয়া (১৫) হত্যাকাণ্ডের প্রধানা আসামি সাগর মিয়াসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা- নাগরপুর উপজেলার ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে সাগর মিয়া (১৯), একই গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে আসাদুল (২২), শেওরাইল গ্রামের মৃত আজমত আলীর ছেলে ছানোয়ার হোসেন (২৫) ও আলোকদিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে মিন্নত আলী (৪২)। এর মধ্যে সোমবার সাগর এবং মঙ্গলবার আসাদুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপম কুমার দাস জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। নাগরপুর উপজেলার ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে বিপ্লব মিয়াকে (১৫) গত বছরের ১৬ ডিসেম্বর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘাতকরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বিলের পাড়ে ফেলে যায়। রাতে বাবা গ্রেফতার হওয়ার পরদিন সকালে ছেলের গলা কাটা লাশ উদ্ধারে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, হত্যাকাণ্ডের দেড় মাসের মাথায় ঘটনার রহস্য উদঘাটনসহ মূলহোতা ও কিলিং মিশনে অংশ নেয়া ৪ ঘাতককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। সেইসাথে আসামি মিন্নত আলীকে নিয়ে আলামত উদ্ধারের কাজ চলছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, মাদকের টাকা নিয়ে বিপ্লবের বাবা চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার সাথে আসাদুল ও ছানোয়ার হোসেনের দ্বন্দ ছিল। তারা বিপ্লবের বাবা উজ্জ্বল মিয়াকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু গত বছরের ১৬ ডিসেম্বর দুপুরে মাদক ব্যবসায়ী উজ্জ্বল পুলিশের হাতে গ্রেফতার হলে তাদের সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে তারা ঐ রাতেই উজ্জ্বল মিয়ার ছেলে বিপ্লবকে ৪ জন মিলে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাকাপড় তার বাড়ির সেপটিক ট্যাংকি ও রান্নাঘর থেকে পুলিশ উদ্ধার করে। উল্লেখ্য, নিহত বিপ্লবের বাবা উজ্জ্বল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।চলতি বছরের ২৮ জানুয়ারি উজ্জ্বল মিয়া আত্মহত্যা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments