শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারায়পুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রায়পুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তাবারক হোসেন আজাদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাসহ ২৩টি উপজেলা ও ৭টি জেলার শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের উপস্থিতিতে গনভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিকে অভিযোগ উঠেছে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০টি এলাকায় এখোনো অনেক পরিবার বিদ্যুৎ পায়নি, কিন্তু কর্মকর্তারা বলছেন শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউজ্জামান ভূঁইয়া, সিভিল সার্জন আব্দুল গফফার, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, ইউএনও আকতার জাহান সাথী, পল্লী বিদ্যুৎ এর জিএম শাহাজাহান কবির ও রায়পুর উপজেলার ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ প্রমুখ। লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকরিয়া, ইউপি সদস্য হারুন মিঝি, জাহাঙ্গীর হোসেন, দুলাল হোসেন ও স্কুল শিক্ষক মিহির মজুমদার জানান, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড, সোনাপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম, মেঘনা নদীর পাশ্ববর্তী বেড়ি বাধের দুই পাশের ৬০টি পরিবার, উত্তর চরবংশি ইউনিয়নের জালিয়ার চর, চর-ঘাসিয়া গ্রামের ১০টি পরিবার, চর আবাবিল ইউনিয়নের হিন্দু অধ্যুসিত কেম্পেরহাট, উত্তর গাইয়ার চর গ্রামে ৯টি হিন্দু পরিবারসহ প্রায় শতাধিক পরিবার এখোনো বিদ্যুৎ পায়নি। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মিথ্যা তথ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে রায়পুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। রায়পুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ জানান, রায়পুর উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সকল পরিবার বিদ্যুৎ পেয়েছেন। কোনো পরিবার বাকী থাকলে অফিসে পাঠিয়ে দিলে তাকে দ্রুত বিদ্যুৎ দেওয়া হবে। ১৯৫ কোটি টাকা ব্যয়ে ৬০টি গ্রামে দুইটি উপ কেন্দ্রের মাধ্যমে ২৫ এমবিএ ১২৯৬ কি.মি. লাইনে ৮২,৫২০টি সংযোগ প্রধান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments