শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত

রংপুরে দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: “তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন” এই শ্লোগান নিয়ে রংপুরে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের যৌথ উদ্দ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ এ মেলার অয়োজন করে। বুধবার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার সেবক জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ফিতা কেটে তথ্যমেলার উদ্বোধন করেন। মেলায় সরকারি-বেসরকারি ২৫ টি স্টলে সাধারণ মানুষকে বিনাপয়সায় তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়েছে। এছাড়া মেলার প্রথম দিনে কর্মসূচির মধ্যে ছিল তথ্য মেলার আলোচনা সভা, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক, সন্ধায় কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে মেলা চত্বরে জনগণের মুখোমুখি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরীর সঞ্চালনায় ও সনাক সভাপতি সদরুল আলম দুলু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডিসি মোঃ আসিব আহসান। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকশেখ মেসবাহ উদ্দিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক। অনুষ্ঠানে বিকালের পর্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা সম্মানিত অতিথি মোহাম্মদ আফজাল এবং বিশেষ অতিথিবৃন্দ ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক কাওসার পারভীন এবং রংপুর মেট্রোপলিটন পুলি শের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ মো: জিন্নাহ আল মামুন, । স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন সনাক সদস্য ডা: মফিজুল ইসলাম মান্টু। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক, স্বজন, ইয়েস সদস্যসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিরা এবং জাতীয় ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments