শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

জয়নাল আবেদীন: নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি চাইনিজ শিল্পকারখানার কোম্পানিতে কর্মরত জিংজং (২৯) নামে এক নারী চীনা নাগরিক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার দুপুরে রংপুর মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করেছে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, চীনা নাগরিক ৪ ফেব্রুয়ারী চীন থেকে বাংলাদেশের আসে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার শারীরিক পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হলে তিনি নীলফামারী উত্তরা ইপিজেডে এসে কাজে যোগদান করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, চীনা নাগরিক ওই নারী শনিবার জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। এরপর জানা জাবে তিনি প্রকৃতই করোনায় আক্রান্ত কিনা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments