শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলানেত্রকোনার সীমান্ত দিয়ে পাচার কালে ১৩ গরু আটক

নেত্রকোনার সীমান্ত দিয়ে পাচার কালে ১৩ গরু আটক

হুমায়ুন কবির: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা রবিবার (১৬ফেব্রুয়ারী) রাতে মধ্যনগর উপজেলার রংপুর নামক স্থান থেকে বাংলাদেশে পাচার কালে ১৩টি ভারতীয় গরু আটক করেছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মোহনপুর বিওপিথর নায়েক সুবেদার মোঃ আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবি একটি টহল দল রবিবার গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ভারতীয় সীমান্ত ১১৮৮/২ এস নং মেইন পিলার হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা দিয়ে গরু পাচারকালে বিজিবিথর জোয়ানরা ১৩টি ভারতীয় গরু আটক করে।

বিজিবিথর উপস্থিতি টের পেয়ে গরু পাচারকারীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, ১৩টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫হাজার টাকা। আটককৃত ১৩টি গরু সোমবার সকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments