বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাআ.লীগ নেতার বাড়িতে গুলি, ককটেল হামলা , কথিত ২ সাংবাদিক গ্রেপ্তার

আ.লীগ নেতার বাড়িতে গুলি, ককটেল হামলা , কথিত ২ সাংবাদিক গ্রেপ্তার

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীনের বাসায় ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়ার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গত রোববার দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিরেন চন্দ্র দাস(২৭) ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান (২৮)। নিরেন চন্দ্র দাস পৌর শহরের চেয়ারম্যান পাড়ার বিরেন চন্দ্র দাসের ছেলে। আর ফকিরপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে আবু রায়হান। আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর মধ্য রাতে মুখোশ ও হেলমেট পড়া দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের বাড়ির সামনে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়িটি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে তারা। একই সময় আব্দুর রহিমের প্রতিবেশী দৈনিক করতোয়ার সাংবাদিক মিনার হোসেনের বাসার গলিতেও একটি ককটেল বিস্ফোরন করা হয়। আব্দুর রহিমের বাসার সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ ককটেল নিক্ষেপ ও গুলি করার দৃশ্য ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে,আক্কেলপুর রেলগেট এলাকা থেকে একটি মোটর সাইকেল করে দুই যুবক আব্দুর রহিমের বাসার সামনে এসে মোটর সাইকেল দাঁড় করান। তাদের পরনে জ্যাকেট ও মুখ ঢাকা ছিল। রাত ১২টা ৫ মিনিটে এক ব্যক্তি তার পকেট থেকে দুাট ককটেল বের করে আব্দুর রহিমের বাসায় নিক্ষেপ করছেন। তখন ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর পর ককটেল নিক্ষেপকারী ব্যক্তি পর পর দুটি গুলি করে মোটর সাইকেল যোগে জয়পুরহাটের দিকে চলে যান। এ ঘটনায় আব্দুর রহিম থানায় একটি মামলা করেন। পরে এ ঘটনায় এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনার একদিন পর জয়পুরহাট সদর উপজেলার চারমাথার একটি ব্যবসা প্রতিষ্ঠানে জয়পুরহাট থানা ও আক্কেলপুর থানা পুলিশ যৌধ অভিযান চালিয়ে গুদাম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল এবং বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করে। এই সময় জামালপুর গ্রামের রঞ্জু সরকার (৩৩) এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের আক্কাস আলী (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়। পরে গ্রেপ্তারকৃত রঞ্জু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দুই দিনের রিমান্ড চায় থানা পুলিশ। গত ৫ ফেব্রুয়ারী আদালত শুনানী শেষে তার দুই দিনের রিমান্ড মুন্ধসঢ়;জুর করেন। রিসান্ডে জিজ্ঞাসাবাদে রনজুর দেয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আওয়ামীলীগ নেতার বাসায় ককটেল নিক্ষেপ ও গুলির ঘটনায় নিরেন চন্দ্র দাস ও আবু রায়হানের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হন মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান। এর প্রেক্ষিতে গত রোববার তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ওই দুজন কে বিভিন্ন অনৈতিক কাজে বাধা দিতেন। এজন্য তাকে ভয়ভীতি দেখাতে রাতের অন্ধকারে তার বাসায় ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়েছে। এ ঘটনার সাথে কথিত দুই সাংবাদিক উপজেলা প্রেসব্লাবের সাধারন সম্পাদক নিরেন চন্দ্র দাস ও যুগ্ম সাধারন সম্পাদক আবু রায়হান সরাসরি সম্পৃক্ত। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি ) আবু ওবায়েদ বলেন,তথ্য-প্রমানের ভিত্তিতে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments